এই যে ভুয়ো ভ্যাক্সিনেশন ক্যাম্প চলেছে তার পিছনে একটা
ইনভেস্টমেন্ট করা হয়েছিল। ইনভেস্টমেন্ট কেন করা হয়েছিল?
অনেকে বলছে যে এই ক্যাম্প করে সেটা দেখিয়ে ভবিষ্যতে মোটা দাও মারার পরিকল্পনা ছিল। এই থিওরি একদম ভূল।
এই সব প্রতারণা চক্র তাৎক্ষণিক লাভ ছাড়া কোনো পরিকল্পনা করে না।
তাৎক্ষণিক লাভটা কি?
ক্যাম্প দেখিয়ে আসল ভ্যাক্সিন নিয়ে সে ভ্যাক্সিন অন্য কোথাও পাচার করা।
আর এটা একটা বিরাট নেক্সাস।
তবে এই সব নিয়ে মিডিয়া লাফালাফি করলেও আমার এতে কোনো উৎসাহ নেই। আমি জানি এর ফলাফল কি হবে।
কিছু সাধারণ মানুষ দুতিন দিন এই নিয়ে লাফা লাফি করবে যেমন ভাগারের মাংসর নিয়ে করেছিল। তারপর সব ভুলে যাবে।
আসলে এই ভাগারের মাংস বা ভুয়ো টিকা এগুলো এরাজ্যের মানুষের কাছে কোনো ব্যপারই নয়।
সুদের হার কমা বা তেলের দাম বাড়াটাই এরাজ্যের মানুষের কাছে আসল ব্যপার!!!
তাপস