মাননীয়ার উকিল বাবুর চিঠি দেখলাম। ওনার logic হিসাবে গেলে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হয়।
১. কোন জজ সাহেব যদি তার ওকালতি জীবনে সরকারি আইনজীবী থাকেন অথবা কোনো রাজনৈতিক নেতার মামলা করে থাকেন তাহলে তার state এর বিরুদ্ধে বা কোন রাজনৈতিক মামলা শোনা উচিৎ না।
২. জজ হওয়ার আগে তার যদি রাজনৈতিক পরিচয়/ রাজনৈতিক দলের membership/ কোন রাজনৈতিক নেতার সাথে পরিচয় / কোন রাজনৈতিক মিটিং বা নেতাদের আমন্ত্রিত কোন সামাজিক অনুষ্ঠানে গিয়ে থাকেন তাহলে তাদের মামলা নেওয়া উচিৎ না।
তৃতীয় বার ক্ষমতায় এসে তৃণমূল এবার বিচারব্যবস্থা দখল করার চেষ্টা করছে।
সাধারণ মামলাকারী যারা writ/bail/anticipatory bail ইত্যাদি মামলা করার জন্য হাইকোর্টে জান তারাও এবার দেখবে যে জজ সাহেব কোনদিন সরকারি আইনজীবী বা সরকার পক্ষের কোন ডিপার্টমেন্টের আইনজীবী বা কোন নেতার আইনজীবী ছিলেন কিনা ।
এটাও দেখবেন যে জজ সাহেবরা কোন রাজনৈতিক নেতার বাড়ির অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে যান কিনা।
খুব নিম্নমানের উদাহরণ সৃষ্টি করছে তৃণমূল।
তরুণ জ্যোতি তিওয়ারি