উল্টো রথ কাটার অপেক্ষা, এরপরেই খুলতে পারে পুরীর মন্দির। এমনটাই জানানো হয়েছে পুরী মন্দির কর্তৃপক্ষের তরফে। এই মর্মে, ওড়িশা সরকারের কাছে প্রস্তাবও পাঠিয়েছে পুরী মন্দির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করা হয়েছে পুরী মন্দিরের মুখ্য প্রশাসক কিষাণ কুমার। তবেও, এক্ষেত্রে বেশ কিছু শর্তাবলীও আরোপ করা হয়েছে।
জেলা প্রশাসকদের বক্তব্য অনুযায়ী, করোনার এই পরিস্থিতিতে তারা আপাতত চাইছেন না যে, ভিন রাজ্যের বাসিন্দারা এই মুহূর্তে ওড়িশায় প্রবেশ করুক। এই জন্যই তাঁরা এই মুহূর্তেই মন্দির খোলার অনুমতি দিচ্ছেন না। সবকিছু ঠিক থাকলে ২৬শে জুলাইয়ের পরে ভক্তদের কথা মাথায় রেখে মন্দির খোলা হতে পারে। তবে, এক্ষেত্রেও ভক্তদের কিছু নিয়মাবলী পালন করতে হবে। শুধুমাত্র তাঁরাই মন্দিরে প্রবেশ করার অনুমতি পাবে, যারা কোভিডের সম্পূর্ণ টিকা নেওয়া হয়ে থাকবে। নিশ্চিতরূপেই, তাঁদেরকে টিকা নেওয়ার সার্টিফিকেট তথা শংসাপত্র দেখাতে হবে।
উল্লেখ্য, ভক্তদের জন্য মন্দির বন্ধ থাকলেও, মন্দিরে পূজো বন্ধ থাকেনি। করোনা বিধিনিষেধ মেনেই মন্দিরের ভেতরে সেবায়েতরা পূজো করে চলেছেন। আগের বারের মতো এবারেও ভক্তদের সমাগম ছাড়াই পালন করা হয়ে রথযাত্রা। উল্লেখ্য, সমগ্র ওড়িশা জুড়ে পুরী ছাড়া আর কোথাও রথজাত্রা পালিত হবে না।
2021-06-18