বালিগঞ্জের বিজেপি প্রার্থী তথা আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় ৷ সুব্রত মুখোপাধ্যায়ের প্রতি সম্মান জানিয়ে তিনি জানিয়ে দিলেন, নবীন-প্রবীণের কোনও ব্যাপার নেই ৷ সোনার বাংলা লক্ষ্যে নরেন্দ্র মোদির সরকার যেভাবে উন্নয়ন করেছে, তাতে বালিগঞ্জের মানুষও সামিল হবে ৷ মানুষও চাইছেন নতুন মুখ ও নতুন সূর্যোদয় ৷ আইনজীবী থেকে রাজনীতিতে আসার কারণও খোলাখুলি আলোচনা করলেন ৷ ক্ষমতায় এলে জরুরি নিকাশি ব্যবস্থা, শৌচালয়, পানীয় জল-সহ একাধিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷
লোকনাথ চ্যাটার্জির মতে আইনজীবীর থেকেও কঠিন কাজ হল রাজনীতি করা। তাঁর রাজনীতির মূল কারণই হল হিন্দুত্ব এবং সাধারণ মানুষদের জন্য কাজ করা , সর্বোপরি দুর্নীতি বন্ধ করা। দুর্গা পূজার বিসর্জন বন্ধ করার বিরুদ্ধে মামলা লড়াই করেন তিনি। তারপর একে একে রামনবমী বন্ধ করা, হত্যার পর হত্যা, বাঙ্গালা ভাষা আন্দোলনে রাজেশ তাপসের মৃত্যু, উত্তরবঙ্গের নদীর জল বাঙ্গালীর রক্তে লাল, করোনা কালে রাজ্য শাসক দলের চাল চুরি, আমফানে সময় ভয়ানক দুর্নীতি ইত্যাদির বিরোধিতা করে তাঁর রাজনীতিতে আসা।
বালিগঞ্জ এলাকায় প্রচারে গিয়ে তিনি অভূত পূর্ব সারা পাচ্ছেন। বালিগঞ্জের মহিলাদের জন্য শৌচালয়ের যে সমস্যা সেই সমস্যার সমাধান করবেন। বালিগঞ্জের বহু স্থানে জল নিকাশী ব্যবস্থা নেই বললেই চলে। বর্ষায় সে সব জায়গা নরক হয়ে ওঠে। সেই সমস্যার সমাধান করবেন তিনি।
এত দিন তৃণমূল সরকার জনগনকে ঠকিয়ে এসেছে। বিজেপি সরকার ঠকানোর রাজনীতি করে না। তাই সত্যের জয় অবশ্যই হবে।