একাত্তরের উদ্বাস্তু…
৯৯ বছরের একজন বৃদ্ধা এবং তার ৭৯ বছর বয়সী সন্তান। ইসলামিক তান্ডবে বিধ্বস্ত লক্ষ লক্ষ হিন্দুর মিছিলে সামিল হওয়া এই পরিবারটিও সবকিছু পিছনে ফেলে প্রাণ বাঁচাতে ভারতে এসে উপস্থিত হয়েছে অনিশ্চিত ভবিষ্যতের লক্ষে।
১৯৭১ এর মুক্তিযুদ্ধ চলাকালীন (অক্টোবর ৭১) সীমান্ত সংলগ্ন বনগাঁও এলাকা দিয়ে ভারতের বাগদা (Bagda)’য় প্রবেশের মুহূর্তে Photographer শ্রী সন্তোষ বাসাক এই দুর্লভ ছবিটি তোলেন।
শ্রী ‘বসাক’ এই বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞেস করেছিলেন,- ‘কে এই বৃদ্ধা মহিলা’?
উত্তরে তিনি জানান,… “আমার মা। আমার মা এখন শিশুর মতো। তিনি ঠিকমতো হাঁটতেও পারেন না। এই অবস্থায় আমি তাকে ছেড়ে কিভাবে যাই”!!
চিত্রটি পরবর্তীতে World Press Photo 1972 হিসেবে আন্তর্জাতিক পুরস্কার লাভ করে।
কৃতজ্ঞতাঃ শ্রী উৎপল কান্তি ধর।