স্বাধীনতার পরের 44 বছর, দেশবাসী কি সুদের বদলে আসল হারায় নি?

আশাকরি নির্মলাজির এই ঘোষণার পর আপাতত সুদের হার নিয়ে আর কোন বিতর্ক থাকবে না l কিন্তু স্বাধীনতার পরের 44 বছর, দেশবাসী কি সুদের বদলে আসল হারায় নি? ইন্দিরা গান্ধীর সময় সুদের হার ছিল 14%. আর মুদ্রাস্ফীতি ছিল দৈনন্দিন সমস্যা l আজকের দিনে কমিউনিস্টরাও এই স্লোগান লেখেনা যে, ” 14 টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ানো.চলবে না ” l অথচ একসময় রাজ্যের প্রতিটি দেয়ালে এই স্লোগান চোখের পড়তো l কারণ আজ মুদ্রাস্ফীতি মাত্র 4% l
1974 এ মুদ্রাস্ফীতি ছিল 33% l.1979 এ জিডিপি ঋণাত্মক, আর 1991 তে দেশ দেউলিয়া হবার মুখে l 1998 এ অটলজি প্রধানমন্ত্রী হবার পর, সুদের হার কমে যাবার জন্য আমাদের দেশের মানুষের কিছু অভ্যাস বরাবরের মত বদলে গিয়েছিলো তার একটা তালিকা দেখে নি l

  1. 1998 এর আগে মানুষ অফিস থেকে কিংবা অবসরের পরে প্রভিডেন্ড ফান্ডের টাকা তুলে শেষ জীবনে বাড়ি বানাতেন l 1998 এ পর থেকে, চাকরি জীবনে যোগ দেবার পর থেকেই লোন নিয়ে ফ্ল্যাট কেনা শুরু l সঙ্গে আবাসন শিল্পে প্রচুর চাকরি l
  2. 1998 পর্যন্ত PWD বা CPWD তীর্থের কাকের মত বাজেটের ভরসায় বসে থাকত রাস্তা বানানোর জন্য l কলকাতা থেকে আসানসোল যেতে বাসে সময় লাগতো নয় ঘন্টা l অটলজি যখন সুবর্ণ চতুর্ভূজ বানিয়ে কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাই যোগ করার কথা ঘোষণা করলেন, সবাই ভেবেছিল ‘জুমলা’ l 5 বছরে ব্যাংকে আমাদের গচ্ছিত টাকা ধার নিয়ে সরকার এই প্রকল্প শেষ করেন. l কয়েক কোটি মানুষ কর্মসংস্থা পান l কয়েকশো ছোট শহরের ও কয়েক হাজার গ্রামের দারিদ্র চিরতরে দূর হয়
  3. কিছু ব্যাবসায়ী, দুর্নীতিগ্রস্থ সরকারি ও বেসরকারী চাকুরে বাদে 1998 এর আগে. আম্বাসাডার গাড়ি কেনার ক্ষমতা কারো ছিল না l. এরপর ইতিহাস l গাড়ি শিল্প এমন ভাবে বেড়ে ওঠে আজ প্রায় কোটির উপর মানুষ এই শিল্পে কাজ করেন
  4. শিক্ষা লোন সাধারণ মানুষের হাতের মধ্যে চলে আসে l
    এরকম বহু উদাহরণ দেয়া যায় l মধ্যবিত্ত সহজ কিস্তিতে লোনের সুযোগ নিয়ে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এমনকি মোবাইল ধারে কিনতে শুরু করে l 14% সুদ থাকলে তার EMI এতো বেশি হত যে এই লোন সাধারণ মানুষের কাছে ধরাছোয়ার বাইরে থেকে যেত l
    তবে এটা ঠিক যে, যেসব বয়স্ক মানুষ সুদের উপর বেচে ছিলেন, তাদের হয়ত কিছুই ক্ষতি হয়েছিল এবং তারা ভোট দিয়ে অটলজি কে হারিয়ে সোনিয়া গান্ধীকে ক্ষমতায় আনেন 2004 এ l

কিন্তু 33% মুদ্রাস্ফীতিতে ক্ষতি কি এর চেয়ে অনেক বেশি না? 1974 এ যে মানুষটি 40 বছর চাকরি করে 2 লক্ষ টাকা PF নিয়ে অবসর নেন, এক বছরে তার সারাজীবনের সঞ্চয়ের অর্থের মূল্য যদি 25% (( 133/100-1)x100% ) কমে দের লক্ষ হয়ে যায়, সেটা কি খুব বেশি গ্রহণযোগ্য? আমরা সুদের বদলে কি আসল হারাতে আবার প্রস্তুত হব?
গত সাত বছরে ফ্ল্যাট / গাড়ি / বিমান ভাড়া / রেল ভাড়া / টেলিকম খরচ প্রায় বাড়েনি বললেই চলে l মুদ্রাস্ফীতি 2013 তে ছিল 13% এখন 4% l চার কোটি বেকার মুদ্রা লোন নিয়ে নিজেদের ব্যবসা শুরু করেছে l আমাদের ভেবে দেখতে হবে ভবিষ্যৎ প্রজন্মের কলকাতাকে মুম্বাই, দিল্লি, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর বানাবো, নাকি অসীম দাশগুপ্তের স্বপ্নের বাংলার মতই থেকে, যেখানে আজও বহু পরিবার চলছে বৃদ্ধ পিতার পেনশন বা প্রভিডেন্ড এর উপর চলছে l 2 টাকা কিলোর খাদ্যসাথীর চাল খাবো নাকি বাজারদরে ভাল চাল খাবো?

✍ সুদীপ্ত গুহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.