আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামো ভঙ্গুর

দ্বিতীয়বার ইমপিচমেন্ট থেকে রেহাই পেয়ে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফলাফল ঘোষণার পরে বাইডেন জানিয়ে দিলেন, ট্রাম্প যা করেছেন, তা বিতর্কের ঊর্ধ্বে নয়।

ক্যাপিটলে তাণ্ডবের (US Capitol insurrection) দিনে নিজের সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছিল ট্রাম্পের (Donald Trump)বিরুদ্ধে। এর জেরে সেনেটে দ্বিতীয় বার ইমপিচমেন্টের মুখোমুখি দাঁড়াতেও হয়েছিল তাঁকে।

তবে তিনি রেহাই (acquittal) পেয়ে গিয়েছিলেন। ফলাফল ঘোষণার পরে বাইডেন (President Joe Biden) অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্তে কেউ দোষী সাব্যস্ত না হলেও ট্রাম্প যা করেছেন, তা কখনওই বিতর্কের ঊর্ধ্বে নয়।

পাশাপাশি বাইডেন এ-ও বলেন, ‘(ক্যাপিটল হমলার) ঘটনা গভীর দুঃখের সঙ্গে মনে করিয়ে দেয়, আমাদের দেশের গণতান্ত্রিক কাঠামো এখনও ভঙ্গুর। তবে যে কোনও মূল্যে আমাদের তা রক্ষা করতে হবে। এজন্য আমাদের অনেক বেশি সতর্কও থাকতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.