পিসির রাজ্যে ঘরের জামাই জে পি নাড্ডা “নাকি” বহিরাগত , কে এই নাড্ডা, দেখে নেওয়া যাক একঝলক?

পিসির রাজ্যে ঘরের জামাই জে পি নাড্ডা “নাকি” বহিরাগত , কে এই নাড্ডা, দেখে নেওয়া যাক একঝলক? 
শ্রীযুক্ত জগৎ প্রকাশ নাড্ডার  জন্ম পটনায়, ১৯৬০-এর ২ নভেম্বর। সেন্ট জেভিয়ার্স স্কুল, পটনা কলেজে পড়ার পর হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি। ছোটদের সর্বভারতীয় সাঁতার প্রতিযোগিতায় বিহারের প্রতিনিধি ছিলেন।      

                  ১৯৯১-এর ১১ ডিসেম্বর বিয়ে করেন মল্লিকা ব্যানার্জীকে। শ্রীযুক্ত জেপি নাড্ডার স্ত্রী শ্রীমতি ব্যানার্জির পিতার নাম শ্রী সুভাষ চন্দ্র ব্যানার্জি এবং মাতার নাম শ্রীমতি জয়শ্রী ব্যানার্জি। দুই পুত্র হরিশ আর গিরীশ। শ্বশ্রুমাতা, মানে মল্লিকার মা জয়শ্রী ছিলেন ভুগোলে এমএ পাশ, সঙ্গীতে স্নাতক। ১৯৭২ সালে বিধানসভা ভোটে জব্বলপুর ক্যান্টনমেন্ট কেন্দ্রে জনসঙ্ঘের প্রার্থী ছিলেন। হেরে যান। এর পর জেতেন ১৯৭৭, ’৯০ ও ’৯৩-এর ভোটে। তিন বছর ছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী। ১৯৭৭ থেকে লোকসভার সদস্য। মল্লিকা পড়াশোনা করেছেন রানি দুর্গাবতী ইউনিভার্সিটি থেকে। তারপর জড়িত ছিলেন সমাজসেবামূলক কাজে। তখনই জগৎবাবুর সঙ্গে পরিচয়।           

  জগৎবাবু বিধানসভা নির্বাচনে ১৯৯৩ সালে প্রথম জেতেন বিলাসপুর থেকে। ’৯৮-এ পুনর্নির্বাচিত হন। এবার হন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী। ২০০৭-এ হন বন, পরিবেশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। ২০১৪-তে হন রাজ্যসভার সদস্য। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রকের দায়িত্ব পান। ২০১৪-এর জুনে হন বিজেপি-র কার্যকরী সভাপতি। ’২০-র ২০ জানুয়ারি দলের একাদশ জাতীয় সভাপতির দায়িত্ব নেন অমিত শাহর কাছ থেকে।        

   প্রসঙ্গত, আচার্য কৃপালিনী বিয়ে করেছিলেন বাংলার সুচেতাকে। জাতীয় পর্যায়ে খ্যাতিমান অনেক অবাঙালি বিভিন্ন সময়ে বিয়ে করেছেন বঙ্গললনাকে। ক্রিকেটার অশোক মালহোত্র থেকে অমিতাভ বচ্চন— তালিকা অতি দীর্ঘ। তাহলে কী এমন হল জগৎ প্রকাশ নাড্ডাকে ‘বহিরাগত‘ তকমা দেওয়া হচ্ছে? এখানেই উঠেছে প্রশ্ন। তাঁর উদ্দেশে বারবার ‘বহিরাগত’ বলে আক্রমণ শাণিয়েছে বিরোধীপক্ষ। বাঙালি শিক্ষা-সংষ্কৃতি-কৃষ্টির সঙ্গে বিজেপির সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠছে বারবার।           

      এরই মধ্যে উঠে এল নাড্ডার বং-কানেকশনের কথা। শুক্রবার ছিল জগৎ প্রকাশ নাড্ডার বিবাহবার্ষিকী। আর  এই দিনই বিয়ের ছবির একটি কোলাজ ফেসবুকে আপলোড করেন তাঁর স্ত্রী। সেখানে নাড্ডাকে দেখা গেল ধুতি-পঞ্জাবি-টোপরের সাজে। আর মাথায় শোলার মুকুট, লাল চেলি। বাঙালি বর-কনের সাজে নাড্ডা দম্পতি। হিমাচল নিবাসী জেপি নাড্ডা আসলে বাঙালি ব্রাহ্মণ পরিবারের জামাই। তাঁর স্ত্রী বিয়ের আগে ছিলেন বন্দ্যোপাধ্যায়। বিয়ে করে হয়েছেন নাড্ডা। পশ্চিমবঙ্গের সঙ্গে সরাসরি যোগ না থাকলেও, জেপি নাড্ডার শ্বশুরবাড়ি জব্বলপুরের বাঙালি। তাই “বহিরাগত” উনি কখনোই না।।

@Suman Kumar Dutta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.