২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবেই থাকবেন ভ্লাদিমির পুতিন। বুধবার দেশের রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে প্রাথমিক ভাবে এমনই রায় দিয়েছে সে দেশের জনগণ। বুধবার সংবিধান সংশোধনী নিয়ে দেশব্যাপী গণভোট হয় রাশিয়ায়। সেই ভোটেই জয় পেয়েছেন ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার (Russia) ১৯৯৩ সালের সংবিধান সংশোধন করার জন্য ভোট করা হয়েছিল। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য সম্বন্ধে স্পটনিক জানিয়েছেন, রাশিয়ার সংবিধান সংশোধনীর পক্ষে ৬৪.৯৯ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। সংবিধান সংশোধনের মধ্যে রয়েছে বিবাহের প্রতিষ্ঠানকে রক্ষা করা, রাশিয়ার দেশীয় নীতির অগ্রাধিকার হিসাবে শিশুদের নির্ধারণ করা এবং রাশিয়ার সংস্কৃতিকে সমর্থন এবং সুরক্ষিত করা।
এ ছাড়া সংবিধান সংশোধনের মধ্যে রয়েছে রাশিয়ান ফেডারেশনের মাধ্যমে রাষ্ট্রপতিকে টানা দু’বার ৬ বছরের জন্য মেয়াদ বৃদ্ধি করা। অর্থাৎ সংশোধনের ফলে নতুন আইনে রাষ্ট্রপতির মেয়াদ আরও ১২ বছর বাড়ানো হল। ভ্লাদিমির পুতিনের বর্তমানে মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। এরপর তিনি পরবর্তী আরও ১২ বছর রাষ্ট্রপতির হতে পারবেন।