কিম জং উন-এর দেশে শুধুমাত্র সিনেমা দেখার অপরাধে মৃত্যুদণ্ড শাস্তি পেল দুই কিশোর। কিশোর দুটোর এটাই শুধুমাত্র অপরাধ ছিল যে, তাঁরা দক্ষিণ কোরিয়ার সিনেমা দেখছিল। কিম জং উন সরকারের এই ঘোষণায় অবাক সারা পৃথিবী।
কূটনৈতিক চাপানউতোরের সর্বদাই বিদ্যমান উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। দুই দেশের মধ্যে বিদ্যমান এই পরিস্থিতিই দুই কিশোরের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াল। এই খবরটি প্রকাশ্যে এসেছে দ্য মিরর নামক পত্রিকায়। প্রকাশিত খবর অনুযায়ী, কিশোর দুইজনকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনা সাম্প্রতিক নয় অক্টোবর মাসের।
প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, মৃত দুই কিশোর হিসান প্রদেশের বাসিন্দা ছিল। মৃতদের একজনের বয়স ১৭ ও অপর জনের বয়স ১৬ ছিল। সরকারের চাপে এই খবর এতদিন প্রকাশ্যে আসতে পারেনি বলে দাবি করা হয়েছে।