কলেজ ক্যাম্পাসে মসজিদ আছে। কিন্তু মন্দির নেই। পুজো বা উৎসবের সময় উপাসনা করতে পারেন না হিন্দু ছাত্র-ছাত্রীরা। এবার তাই কলেজ ক্যাম্পাসের ভিতর মন্দির প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ দেখালেন হিন্দু ছাত্র-ছাত্রীরা। বাংলাদেশের মাটিতে শুরু হল হিন্দুদের অধিকার রক্ষার লড়াই।
বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ। একশো বছরেরও বেশি প্রাচীন এই কলেজের একজন প্রতিষ্ঠাতা হিন্দু হলেও এই কলেজে নেই কোনও মন্দির। তবে কলেজের ক্যাম্পাসের ভিতরে রয়েছে একটি মসজিদ। আর সেই মসজিদে নামাজ পড়েন কলেজের মুসলিম ছাত্রছাত্রীরা। এবার কলেজের ক্যাম্পাসের ভিতরে মন্দির নির্মাণের দাবিতে সরব হলেন কলেজের হিন্দু ছাত্রছাত্রীরা।
বিক্ষোভে অংশ নেওয়া এক হিন্দু ছাত্রীর দাবি, কলেজের প্রতিষ্ঠাতা একজন হিন্দু হলেও কলেজে নেই কোনও মন্দির। তাই আমাদের দাবি কে কলেজে মন্দির স্থাপনের উদ্যোগ অধ্যক্ষকে নিতে হবে। এরপর সোমবার কলেজের হিন্দু ছাত্রছাত্রীরা কলেজ ক্যাম্পাসে ভিতরে বিরাট মিছিল করে অধ্যক্ষের কাছে দাবির পক্ষে স্মারকলিপি জমা দেন। হিন্দু ছাত্রছাত্রীদের দাবি, কলেজে মন্দির না থাকায় তাঁরা ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।