হোয়াটস্অ্যাপের বিভিন্ন ফিচার প্রায়ই পরিবর্তিত হচ্ছে। ইতিমধ্যেই অ্যানড্রয়েডে ডার্ক মোড চালু করেছে তারা। কালো স্ক্রিনে ফুটে উঠবে চ্যাট। অডিও নিয়েও কিছু পরিবর্তনের কাজ চলছে। এ বার তারা জানিয়েছে, চ্যাটের স্ক্রিনশট নেওয়া বন্ধ করতে কিছু নতুন ফিচার নিয়ে আসবে তারা।
এই নির্দিষ্ট ফিচার এনেবেল করে রাখলে, ওই অবস্থায় কোনও চ্যাটের স্ক্রিনশট নেওয়া যাবে না। তবে এটা যদি আপনার ফোনে চালু থাকে, তবেই আপনি স্ক্রিনশট নেওয়া বন্ধ করতে পারেন। যিনি মেসেজ পাচ্ছেন, তিনি কিন্তু চাইলেই স্ত্রিনশট নিতে পারবেন।
আরও একটি নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। যাতে অ্যাপের লক না খুলেও, নোটিফিকেশনের মাধ্যমে চটজলদি উত্তর দেওয়া যাবে টেক্সটের, জবাব দেওয়া যাবে ফোনকলের।
এ ছাড়াও স্টিকার, ইমোজি, জিফ ভিডিও নিয়ে বড়সড় কাজ করছে হোয়াটসঅ্যাপ। আলাদা করে সার্চ করা যাবে নানা ধরনের স্টিকার।