‘পাক ভেঙে ভারতে যোগ দিতে চাই’, পাক-বিরোধী বিক্ষোভে দাবি আন্দোলনকারীদের

পাকিস্তান বর্তমানে মূল্যবৃদ্ধি ও খাদ্যশস্যের অভাবের মতো একাধিক সমস্যায় জর্জরিত। এই অবস্থাতেই ভারতের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা জাহির করল আন্দোলনকারীরা। সম্প্রতি পাক-বিরোধী আন্দোলনে নামতে দেখা গেছে অগণিত মানুষকে। আন্দোলনকারীদের তরফে দিন দশেক ধরে হওয়া লাগাতার বিক্ষোভে উত্তাল গিলগিট-বাল্টিস্তান।

বিগত কয়েকদিন ধরে কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হয়েছে, ভিডিওটি পাক অধিকৃত কাশ্মীর তথা গিলগিট বাল্টিস্তান এলাকার। এই এলাকা আবার জি-বি নামেও পরিচিত। আন্দোলনকারীদের দাবি কার্গিলের রাস্তা খুলে দেওয়া হোক।

জানা গেছে, জি-বি এলাকায় পাকিস্তান সরকার ও সেনার বিরুদ্ধে আন্দোলনটি চলছে প্রায় ১২ দিন ধরে। মূল্যবৃদ্ধি ও খাদ্যশস্যের অভাবের আবহে বাল্টিস্তান বাসীদের দাবি গম সহ বিভিন্ন খাদ্যশস্যে ভর্তুকি দিক সরকার। এদিকে, একইসঙ্গে, অবৈধভাবে জমি দখল ও লোডশেডিং-এ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.