বাণিজ্য চুক্তি নিয়ে ভাবনা-চিন্তা করতে হবে। আমেরিকায় (America) সংক্রমণ যখন তুঙ্গে, তখন চিন প্রসঙ্গে এমনটাই বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মহামারীর আগে চুক্তি নিয়ে যেভাবে ভাবা হয়েছিল, তা আর হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলে দেন তিনি।
হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তিন মাস আগে বাণিজ্য চুক্তি নিয়ে যা ভেবেছিলাম, এবার হয়ত একটু অন্যভাবে ভাবতে হবে।’ তাঁর কথায়, ‘চিনের সঙ্গে কাজ করলে হয়ত ভালো হবে, তবে সেটা আদৌ হবে কিনা, তা জানিনা। আপনাদের এ ব্যাপারে পরে জানাব।’
আবারও একবার করোনা মহামারী নিয়ে চিনের বিরুদ্ধে প্রশ্ন তুলে দেন তিনি। বলেন ‘করোনা চিনের উপহার। আর সেটা মোটেই ভালো নয়। উৎসেই রুখে দেওয়া উচিৎ ছিল।’ তিনি চিনের বিরুদ্ধে প্রশ্ন তুলে দিয়ে বলেন, ‘উহানে যখন করোনা শুরু হয়, তখন সেখানে সংক্রমণ বড় আকারে দেখা দেয়, কিন্তু কীভাবে সেটা চিনের অন্যান্য জায়গায় আর ছড়াল না?’
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ‘ভ্যাক্সিনের প্রস্তুতি এগিয়েছে অনেকটাই। এমনকি আমরা ২০ লক্ষ ডোজ ভ্যাক্সিন প্রস্তুত রেখেছি। নিরাপদ প্রমাণিত হলে, সেই ভ্যাক্সিন দেওয়া হবে।
তিনি বলেন, ‘আমরা ভ্যাক্সিন নিয়ে দুর্দান্ত কাজ করছি। খুব তাড়াতাড়ি ইতিবাচক খবর জানতে পারবেন।’
ট্রাম্প প্রশাসন পাঁচটি সংস্থাকে নির্বাচন করেছে, যারা করোনা ভাইরাসের ভ্যাক্সিন তৈরির কাজ করছে। যদিও কোন সংস্থা ভ্যাক্সিনের প্রোডাকশন শুরু করেছে, তা উল্লেখ করেননি ট্রাম্প।
হোয়াইট হাউসের হেল্থ অ্যাডভাইসর ড. অ্যান্টনি ফচি জানিয়েছেন, অন্তত চারটি ট্রায়াল হয়েছে ভ্যাক্সিন তৈরির। ২০২১-এর প্রথমার্ধের মধ্যে ভ্যাক্সিন তৈরি হয়ে যাবে, এমন আশা প্রকাশ করেছেন মার্কিন আধিকারিকেরা।
এদিকে, এখন সংক্রমণ হু হু করে বেড়ে চলেছে আমেরিকায়।