রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে এবার মস্কোয় শান্তি আলোচনায় বসতে চলছে যুদ্ধে লিপ্ত দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার। বৈঠকে ওই দুই দেশের বিদেশমন্ত্রীর পাশাপাশি রুশ বিদেশমন্ত্রীও অংশ নিচ্ছেন।

রাশিয়ার বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তিন বিদেশমন্ত্রীর উপস্থিতিতে আলোচনা চলছে।

প্রসঙ্গত এর কিছুদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনার জন্য যুদ্ধরত আর্মেনিয়া ও আজারবাইজানের বিদেশমন্ত্রীকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, মানবিক কারণেই নাগোরনো-কারাবাখে যুদ্ধ বন্ধ হওয়া উচিত

নাগরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এদিকে আবার ১৯৯০’র দশক থেকে অঞ্চলটি আর্মেনিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে নগরনো-কারাবাখ ঘিরে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। এজন্য দু’দেশ পরস্পরকে দায়ী করেছে

আজারবাইজানের দখলীকৃত ভূখণ্ড ছেড়ে দিতে আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইরান। একইসঙ্গে যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে বলা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.