ট্রুডোর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় জিনপিংয়ের, ভাইরাল ভিডিও

জি২০-র মঞ্চে ধুন্ধুমার। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হল চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। দ্বিপাক্ষিক বৈঠকের আলোচ্য বিষয় মিডিয়ার কাছে প্রকাশ হওয়ার কারণে ট্রুডোকে রীতিমতো ধমক দেন জিনপিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, ট্রুডোকে জিনপিং বলছেন, ‘আমরা যা আলোচনা করেছি তার সবই সংবাদপত্রে ফাঁস হয়ে গেছে, এটা ঠিক নয়। এবং এভাবে আমাদের মধ্যে কথোপকথন হয়নি।’ তখন কানাডার প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে বলতে শোনা যায়, ‘কানাডায়, আমরা মুক্ত, খোলামেলা সংলাপে বিশ্বাস করি। আমাদের এই নীতি অব্যাহত থাকবে’। এরপর জিনপিং বলেন, ‘বেশ, তাহলে আগে আমাদের শর্ত নির্দিষ্ট করতে হবে।’ এরপরই দুই রাষ্ট্রপ্রধানকে পৃথক দিকে হাঁটতে দেখা যায়।

এর আগে মঙ্গলবার জিনপিংয়ের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছিলেন ট্রুডো। এরপরই কানাডার প্রধানমন্ত্রীর দফতর বিবৃতি প্রকাশ করে বলে, ‘কানাডার নির্বাচনে চিনা হস্তক্ষেপের বিষয়ে জিনপিংয়ের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন জাস্টিন ট্রুডো।’ এছাড়া ট্রুডো পরিবেশ, ইউক্রেন এবং উত্তর কোরিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন জিনপিংয়ের কাছে। এই সবকিছু প্রকাশিত হয়েছিল মিডিয়ার কাছে। যাতে নাখুশ ছিলেন চিনা প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.