এই নিয়ে দ্বিতীয়বার। ফের গান্ধী মূর্তির উপর হামলা। মার্কিন মুলুকে মহাত্মা গান্ধীর একটি ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে।
পিটিআই ও ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে, নর্দার্ন ক্যালিফোর্নিয়ার ডেভিস অঞ্চলের সেন্ট্রাল পার্কের গান্ধীমূর্তি ভেঙে দেওয়া হয়েছে। ২০১৬ সালে ভারতের দেওয়া সাড়ে ছয় ফুট লম্বা ব্রোঞ্জের মূর্তির মাটিতে পড়ে থাকার ছবি সেশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে।
গত বছর ওয়াশিংটনে ভারতের দূতাবাসের সামনে স্থাপিত গান্ধীমূর্তি ভাঙা হয়েছিল। কারা গান্ধীমূর্তি ভেঙেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসন জানায়, ক্ষতিগ্রস্ত মূর্তি সরিয়ে নেওয়া হয়েছে।
সেটি ঠিক করার পর পুনরায় স্থাপন করা হবে। জানা গিয়েছে, গান্ধী মূর্তি বসানোর সময় বিরোধিতা করেছিল ভারতবিরোধী কিছু সংগঠন। ফলে তদন্ত শুরু হয়েছে।
সম্প্রতি ভারতেই আক্রান্ত হয় একাধিক মনীষীর ভাস্কর্য। সেই তালিকায় গান্ধীর ভাস্কর্য ছিল।
তবে মার্কিন যুক্তরাষ্ট্রে গান্ধীর মূর্তি ভাঙার ঘটনার প্রবণতা মূলত গান্ধী বিরোধী সংগঠনগুলির। এদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট বলেই মনে করছে পুলিশ।