সিরিয়াতে গোপন হামলায় কি নিহত হয়েছেন আইসিস জঙ্গিগোষ্ঠীর শীর্ষনেতা আবু বকর আল-বাগদাদি? তাহলে কি ওসামা বিন লাদেনের পর ফের কোনও শীর্ষ জঙ্গিনেতাকে খতম করল মার্কিন সেনা? সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটে সেই জল্পনা বেড়েছে। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, রবিবার বড় ঘোষণা করতে চলেছেন ট্রাম্প। সেই ঘোষণার দিকেই তাকিয়ে গোটা বিশ্ব।
আমেরিকার সময় অনুযায়ী শনিবার রাতে ট্রাম্প টুইট করেছিলেন, “এইমাত্র বিশাল বড় একটা ঘটনা ঘটল।” ট্রাম্পের এই টুইটের পরেই শুরু হয় জল্পনা। কী এমন ঘটল যা খুলে বললেন না মার্কিন প্রেসিডেন্ট। অনেক রকম সম্ভাবনার কথা উড়ে আসে। তার মধ্যেই সিরিয়ায় হামলার কথাও শোনা যায়।
হোয়াইট হাউস সূত্রে খবর, সিরিয়ায় আইসিস জঙ্গিদমনে ছাড়পত্র দিয়েছিলেন প্রেসিডেন্ট। তারপরেই সেনা সেখানে গোপন অভিযান করে। তাদের মূল লক্ষ্য ছিলেন আইসিস নেতা আল-বাগদাদি। অভিযান যে হয়েছে সে ব্যাপারে অবশ্য নিশ্চিত করেছে মার্কিন সেনা। তাহলে কি সেই অভিযানেই নিহত হয়েছেন আল-বাগদাদি। কারণ ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে এরকমই এক গোপন অভিযানে খতম হয়েছিলেন আলকায়দা প্রধান ওসামা বিন লাদেন। সেই স্মৃতিই ফের ফিরে আসছে।
সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক নিশ্চিত করেছেন, আল-বাগদাদিকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে মার্কিন সেনা। বেশ কিছুদিন আগে থেকে এই হামলার ব্যাপারে পরিকল্পনা হয়েছে। বাগদাদি কোথায় থাকতে পারেন সেই বিষয়ে বিস্তর খোঁজখবর নেওয়া হয়েছে। তারপর প্রেসিডেন্টের সবুজ সিগন্যালের পরেই হামলা চালানো হয়েছে।
আমেরিকার সংবাদপত্র নিউজউইক ইতিমধ্যেই দাবি করেছে এই হামলায় আল-বাগদাদি নিহত হয়েছেন। অবশ্য এই অভিযানের ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। সবাই তাকিয়ে রয়েছেন ট্রাম্পের দিকে। রবিবার ট্রাম্পের বার্তাতেই বোঝা যাবে কী বিশাল ঘটনা ঘটেছে।