সন্ধ্যা মানেই হরিদ্বারের (Haridwar) হর-কি-পৌরি ঘাটে ঢুঁ মেরে আসা। দেশ অথবা বিদেশ হোক, সমস্ত পর্যটকদের পছন্দের তালিকায় সর্বাগ্রেই থাকে হরিদ্বারের হর-কি-পৌরি ঘাট। গঙ্গা আরতি দেখতে প্রতিদিন সন্ধ্যাতেই পর্যটক তথা ভক্তদের সমাগম হয় হরিদ্বারের হর-কি-পৌরি ঘাটে। কিন্তু, করোনা-আতঙ্কে এবার হর-কি-পৌরি ঘাটে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ৩১ মার্চ পর্যন্ত হর-কি-পৌরি ঘাটে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, লাইভ-স্ট্রিমিংয়ের মাধ্যমে গঙ্গা আরতি দেখতে পারবেন ভক্তরা।
হরিদ্বারের জেলা শাসক সি রবিশঙ্কর জানিয়েছেন, আগামী ৩১ মার্চ পর্যন্ত হর-কি-পৌরি ঘাটে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, লাইভ-স্ট্রিমিংয়ের মাধ্যমে গঙ্গা আরতি দেখতে পারবেন ভক্তরা। প্রসঙ্গত, ভারতের বিভিন্ন রাজ্যে দ্রুততার সঙ্গে ছড়াচ্ছে করোনাভাইরাস (Coronavirus)। উত্তরাখণ্ডেও একজন সংক্রমিত হয়েছেন।