বিশ্ববক্সিংয়ের সেমিফাইনালে প্ৰবেশ করে রেকর্ড গড়েছেন মণিপুর-কন্যা মেরি কম। বৃহস্পতিবার ভোরে রাশিয়ায় চলমান মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ানশিপে ৫-০-এর ব্যবধানে প্ৰতিদ্বন্দ্বীকে হারিষ়ে সেমিফাইনালে প্ৰবেশ করেছেন অপ্রতিরোধ্য মেরি। এর সঙ্গে মেরি কমের হাত ধরে প্ৰথম পদক নিশ্চিত হয়েছে ভারতের।
এছাড়া সেমিফাইনালে প্ৰবেশ করে মেরি গড়েছেন আরেক অনবদ্য বিশ্বরেকৰ্ড। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে আটটি পদক বিজয়ী প্ৰথম বক্সার হিসেবে স্থান দখল করেছেন উত্তরপূর্বের মুষ্টিযোদ্ধা মেরি কম। রাশিয়ায় চলমান শীৰ্ষ প্ৰতিযোগিতায় আজ ভোরে ৫১ কেজি শাখার কোরাৰ্টার ফাইনালে মেরি কম ২০১৬-এর রিও অলিম্পিকে ব্ৰোঞ্জ পদকপ্রাপ্ত কলোম্বিয়ার ইনগ্ৰিট ভেলেন্সিয়াকে পরাজিত করেছেন। বক্সিংকুইন মেরির এখন লক্ষ্য সপ্তম স্বৰ্ণ অৰ্জন। এর আগে তিনি এই প্ৰতিযোগিতাখনয় ছয়টি গোল্ডমেডেল অৰ্জন করেছেন। তাছাড়া ২০০১ সালে অৰ্জন করেছিলেন রৌপ্যপদক।
অপ্ৰতিরোধ্য মেরি কম এখন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠেয় সেমিফাইনালে তুৰ্কির দ্বিতীয় বাছাই বক্সার বুশেনাজ সাকিরোগ্লুর বিরুদ্ধে রিঙে অবতীৰ্ণ হবেন। বুশেনাজ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ইউরোপিয়ান গেমসে গোল্ড মেডেলিস্ট।
উল্লেখ্য, এর আগে প্ৰতিযোগিতায় মেরি কম ছয়টি স্বৰ্ণ এবং একটি রৌপ্যপদক-সহ মোট সাতটা পদক অৰ্জন করতে সক্ষম হয়েছিলেন। তবে এবারের মেডেলটি হবে ৫১ কেজি শাখার প্ৰথম মেডেল।
2019-10-11