২০ শে মার্চ। বাংলার শিশুর সঙ্গে চড়াইয়ের চিরকালীন ভাব। আবারও কি ফিরছে চড়াই? ঘুলঘুলিহীন ফ্ল্যাটের কোথায় তার জায়গা হবে? চড়াই কি এবার গাছে গাছেই বাসা বাঁধার কথা ভাবছে? অফিস ঘর, স্কুল বাড়ি, পরিত্যক্ত গৃহে বেড়ালের উপদ্রব সহ্য করে কদ্দিনই বা টেকা যায়? কাঠের বাসা তৈরি করিয়ে তার মধ্যে সামান্য খড় দিয়ে ঘরের বাইরের সিলিং-এ যদি ঝোলাতে পারতাম, আর চড়াইরা যদি তাতেই আমন্ত্রণ গ্রহণ করতো, তো বেশ হতো! আর রৌদ্রময় ছাদে মাটির ভাড়ে করে রোজ জল ভরে ওদের জন্য রাখছেন তো? চড়াই-এর গলা শুকিয়ে কাঠ হয়ে যেন না যায়!
2022-03-20