জাল নোট দেশের অর্থনীতিকে খোকলা করে দেয় | তাই অর্থনীতিকে বাঁচাতে সমান্তরাল জাল নোটের কারবার রুখতে যতটা ততপর কেন্দ্রীয় সরকার,ততটাই সেই নোটের চিহ্ণিতকরণে আগ্রহী সরকার | পি আই বি (P.I.B.) সূত্রের খবর,বিশেষ রকমের কালি প্রস্তুত করেছে সিএসআইআর (CSIR) -ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরির (National Physical Laboratory) গবেষকেরা | যা সহজেই জাল নথি ধরতে সাহায্য করবে | তা সে পাসপোর্টই হোক বা জাল নোট |
এই বিশেষ রকমের কালি দেখা যাবে লাল ও সবুজ আলো রশ্মিতে যা ধরা পড়বে | সেই আলোর ফ্রিকোয়েন্সি যথাক্রমে হবে ২৫৪ ও ৩৬৫ ন্যানোমিটার | ব্যাঙ্ক নোট দিবসে এই ধরনের ১কেজি কালির পরীক্ষা মূলক ব্যবহার শুরু হয়েছে | যদিও তা প্রমাণিত হলে তবেই সমস্ত ব্যাঙ্কে পৌঁছবে বলে জানা যায় | মঙ্গলবার রাজ্যসভায় বিজ্ঞান বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন (Horshobordhon) বলেন,যখন এই কালি ব্যবহারে উপযোগী হয়ে উঠবে তা নিশ্চিতরূপে একটি নির্ভরযোগ্য প্রক্রিয়া রূপে সামনে আসবে | বর্তমানে জাল হওয়ার কথা ভেবে নিরাপত্তার খাতিরে অনেক পদক্ষেপ করা হলেও,তা যথেষ্ট নয় এই অসাধু চক্রকে রদ করার জন্য |
তাই বিকল্প এই কালির মাধ্যমে যদি আসল ও নকলের তফাত করা সম্ভব হয় তবে তা খুবই উল্লেখযোগ্য ভূমিকা নেবে সরকারি যে কোন নথির সত্যতা যাচাইয়ে | রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক নথি অনুযায়ী,সব রকম চেষ্টা করার পরেও বাজারে রয়েছে জাল নোটের রমরমা | রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank) নিজের ক্ষেত্রে ৫শতাংশ হলেও ব্যাঙ্কগুির ক্ষেত্রে তা অনেকটাই বেশি বলে সূত্রের খবর |