ফাঁসির সাজা থেকে বাঁচতে ফের নতুন কৌশল! এবার আন্তর্জাতিক ন্যায় আদালত (আইসিজে)-এর দ্বারস্থ হল ২০১২ দিল্লি গণধর্ষণ মামলার ৩ জন অপরাধী| সোমবার আন্তর্জাতিক ন্যায় আদালতের শরণাপন্ন হয়েছে ফাঁসির সাজাপ্রাপ্ত নির্ভয়ার ৩ জন অপরাধী-অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত এবং বিনয় শর্মা| আন্তর্জাতিক ন্যায় আদালতে নির্ভয়ার ৩ জন অপরাধীর আবেদন, মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দেওয়া হোক|আগামী ২০ মার্চ, শুক্রবার দিল্লির তিহাড় জেলে ফাঁসি হওয়ার কথা ২০১২ দিল্লি গণধর্ষণ মামলার ৪ জন আসামির| ২০ মার্চ পৃথিবীর বৃহত্তম কারা জেল চত্বর তিহাড় জেলে, পবন গুপ্ত, অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা এবং মুকেশ সিংকে ফাঁসিতে ঝোলানোর কথা| ২০ মার্চ সকাল ৫.৩০ মিনিট নাগাদ ফাঁসি হওয়ার কথা নির্ভয়ার ৪ জন অপরাধীর| তার আগেই ফাঁসির সাজা থেকে বাঁচতে আন্তর্জাতিক ন্যায় আদালতের শরণাপন্ন হয়েছেন নির্ভয়ার ৩ জন অপরাধী|
2020-03-16