আন্তর্জাতিক বাজারে শুক্রবার কমল তেলের দাম। মধ্যপ্রাচ্যের (Middle East) তেল উৎপাদনকারী দুই দেশের মধ্যে যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। বৃহস্পতিবার সেই আবহ কিছুটা হলেও পাল্টেছে। যার জেরে এই তেলের দাম শুক্রবার অনেকটাই নেমেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। গত দু’দিন ধরে ৪ শতাংশেরও বেশি কমে যাওয়ার পরে ব্রেন্ট ক্রুড ০১১৯ জিএমটি ১৪ সেন্ট বা ০.২ শতাংশ হ্রাস পেয়ে ৬৫.২৩ ডলারে নেমেছে। বৃহস্পতিবার কিছুটা নেমে এবং বুধবার প্রায় ৫ শতাংশ ডুবে যাওয়ার পরে ডব্লিউটিআইও ১৪ সেন্ট বা ০.০২ শতাংশ হ্রাস করে ৫৯.৪২ ডলারে নেমেছে।
ইউরোশিয়া গ্রুপ (Euresia Group) একটি নোটে বলেছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই নিজেদেরকে যুদ্ধ পরিস্থিতির দিক থেকে সরিয়ে নিয়ে এসেছে। তেল বাজারে বড় ধরনের সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি কমেছে। তাই ঊর্ধ্বমুখী তেলের দাম এবার নিম্নমুখী।”