ইরানের রক্তচক্ষুর মুখে পড়েল ফরাসি পত্রিকা শার্লি এবদো। এই পত্রিকার তরফে ইরানের হিজাব বিরোধী আন্দোলনকে সমর্থন করে গত বছর ডিসেম্বর মাসে একটি ব্যঙ্গচিত্র আঁকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতাতেই ইরানের একাধিক রাজনৈতিক নেতার ব্যঙ্গচিত্র প্রকাশ্যে আসার পরে উক্ত দেশের নিশানায় চলে আসে ফরাসি পত্রিকাটি।
ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির-আবদুল্লাহিয়ানের টুইটারে হুঁশিয়ারির সুরে বার্তা দিয়ে লেখেন, “ইরানের রাষ্ট্র ও ধর্মগুরুদের নিয়ে ফরাসি পত্রিকায় প্রকাশিত ব্যঙ্গচিত্র অপমানজনক ও অবমাননাকর। বিষয়টি সহজে ছেড়ে দেওয়া হবে না। এর বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ করা হবে।”
উল্লেখ্য, ফরাসি পত্রিকা শার্লি এবদো-তে বিভিন্ন রাজনৈতিক নেতার পাশপাশি ইরানের সর্বোচ্চ নেতা তথা ধর্মগুরু আয়াতুল্লা আলি খামেইনির ব্যঙ্গচিত্রও দেখতে পাওয়া যায়। আর এরপরেই ইরানের তরফে ফরাসি পত্রিকাকে ‘পরিণাম ভালো না হওয়ার’ হুমকি দেওয়া হয়।