কয়েকদিন বাদেই দুর্গাপুজো। রীতি মেনে বাংলাদেশে শুরু হয়েছে প্রতিমা ভাঙার উৎসব। এবার বগুড়ার এক শ্মশানের রক্ষাকালী মাতার প্রতিমা ভাঙচুরের ঘটনা সামনে এল। অভিযোগ, ঐতিহ্য বজায় রেখে স্থানীয় মুসলিমরাই প্রতিমা ভাঙচুর করেছে।
বগুড়ার শেরপুরের বিশ্বা এবং তিরাইল বিশ্বা গ্ৰামের বিস্তীর্ণ ফাঁকা মাঠের মধ্যে ওই এলাকার হিন্দু সম্প্রদায়ের বেলগাড়ি মহাশ্মশান কালী মন্দির নামক ঘাট এলাকায় মন্দিরের ঘরে রক্ষিত কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
গত ১০ সেপ্টেম্বর শনিবার রাতের কোনো এক সময় তালা ভেঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের কালি মন্দিরের প্রতিমার বিভিন্ন অংশ ভাঙচুর করে বলে জানান হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন।
ঘটনার পর স্থানীয় হিন্দুরা পুলিশে খবর দিলে স্থানীয় থানার পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেই সঙ্গে দোষীদের খুঁজে বের করে গ্রেফতার করার আশ্বাস দেন। তবে শেষ খবর অনুায়ী, এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।