বাইডেন-হ্যারিস জমানার শুরু, শপথগ্রহণ অনুষ্ঠানে উল্লেখ্য সাত ঘটনা

শপথ গ্রহণের সঙ্গেই মার্কিন মুলুকে সূচনা হল বাইডেন-কমলা যুগের৷ সাক্ষী থাকল গোটা বিশ্ব৷ শপথ নিয়েই ঐক্যের বার্তা দিলেন তিনি৷ বললেন, ‘‘আমি সমগ্র আমেরিকাবাসীর প্রেসিডেন্ট৷’’

এদিন স্ত্রীর পাশে দাঁড়িয়ে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন জো বাইডেন৷ শপথ গ্রহণের পর জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি৷ প্রেসিডেন্ট বলেন, ‘‘আজ কোনও প্রার্থীর জয় নয়৷ আজ গণতন্ত্রের জয়৷ জনগণ এবং জনগণের ইচ্ছার জয়৷ আমরা জানি গণতন্ত্র কতটা মূল্যবান৷ বন্ধুরা আজ এই মুহূর্তে গণতন্ত্র বিরাজ করছে৷’’
বাইডেনের শপথ গ্রহণের ঐতিহাসিক ক্ষণের সাতটি উল্লেখযোগ্য মুহূর্ত-

• এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন লেডি গাগা৷ শুধু তাই নয়, মঞ্চ মাতান জনপ্রিয় সঙ্গীত শিল্পী গার্থ ব্রুকস৷ পারফর্ম করেন ‘অ্যামেজিং গ্রেস’৷

• এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিদায়ী ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স৷ তবে উপস্থিত ছিলেন না ডোনাল্ড ট্রাম্প ও তাঁর পরিবার৷

• কোভিড-১৯ এ প্রাণ হারানো মার্কিন নাগরিকদের জন্য প্রার্থনা করেন বাইডেন৷ করোনার দাপটে সে দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ মানুষের৷

• ১২৭ বছর পুরনো পারিবারিক বাইবেলের উপর হাত দিয়ে শপথ নেন বাইডেন৷ শপথ গ্রহণের সময় যা ধরে রেখেছিলেন তাঁর স্ত্রী জিল বাইডেন৷

• পাশে থেকে সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য স্ত্রী জিলকে ধন্যবাদ জানান বাইডেন৷ অন্যদিকে কমলা হ্যারিস তাঁর এই সাফল্য তাঁর জীবনের সঙ্গে জড়িত সকল নারীকে উৎসর্গ করেন৷

• ইতিহাস গড়ে কমলা হ্যারিসকে শপথবাক্য পাঠ করান হিস্পানিক সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমায়োর৷

• শিরলি চিশলমকে শ্রদ্ধা জানিয়ে এদিন বেগুনি রং-এর পোশাক পরেছিলেন হ্যারিস৷
প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর টুইট করে বাইডেনকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এক সঙ্গে কাজ করে ভারত-মার্কিন সম্পর্ককে নয়া উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলেন তিনি৷ কমলা হ্যারিসকে শুভেচ্ছা জানিয়েছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.