২০১২ সালে পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের উপর হামলা এবং ২০১৪ সালে পেশোয়ারের একটি সামরিক বিদ্যালয়ে মারাত্মক হামলার জন্য দায়ী পাকিস্তানের প্রাক্তন তালিবান প্রধান, এহসান-উল্লা-এহসান, কারাগার থেকে পালিয়ে গেছে। নিজেই একটি অডিও ক্লিপটি প্রকাশ করে এই তথ্য দিয়েছে সে।
বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি অডিও ক্লিপে এহসান বলে যে সে ১১ ই জানুয়ারী পাকিস্তানি সুরক্ষা এজেন্সির কারাগার থেকে পালিয়ে এসেছে ।
সে দাবি করে যে পাকিস্তানী সেনাবাহিনী ২০১৭ সালে আত্মসমর্পণের সময় তাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পালনে ব্যর্থ ! ক্লিপটিতে তাকে বলতে শোনা যায়, “আল্লাহর সহায়তায় আমি ২০২০ সালের ১লা জানুয়ারী সুরক্ষা বাহিনীর কারাগার থেকে পালাতে সক্ষম হয়েছি”। যদি ক্লিপটি বিশ্বাসযোগ্য হিসাবে প্রমাণিত হয়, তবে তা পাকিস্তানের পক্ষে একটি বড় ধাক্কা হিসাবে প্রমাণিত হবে ।
তালিবানরা তাদের দেশে নির্মূল হয়ে গেছে এই মর্মে প্রচার চালানো পাকিস্তানের কাছে এ খবর যে মুখ কালো করার পক্ষে যথেষ্ট তা আর বলার অপেক্ষা রাখে না। এহসান তার বর্তমান অবস্থানটি প্রকাশ না করেই বলে যে সে কারাগারে তার দিনযাপন এবং ভবিষ্যতের পরিকল্পনাগুলি আগামী দিনে বিশদভাবে বর্ণনা করবে ।
তাৎপর্যপূর্ণভাবে, সর্বকনিষ্ঠ নোবেল শান্তি পুরষ্কার প্রাপক মালালাকে পাকিস্তানের সোয়াট উপত্যকায় ২০১২ সালে নারী শিক্ষার প্রচারের সময় বন্দুকধারীর গুলিতে হত্যার চেষ্টা করা হয়েছিল। আবার , ২০১৪ সালের ১ লা ডিসেম্বর পেশোয়ারের আর্মি স্কুলে হামলায় ১৩২ জন শিক্ষার্থীসহ ১৪৯ জন মারা গিয়েছিলেন। এই আক্রমণেও এহসান জড়িত ছিল ।