পেট্রোল কিংবা ডিজেলের প্রয়োজন নেই! রাস্তায় চলতে চলতেই গাড়িতে এবার চার্জ হবে৷ কারণ রাস্তাই এবার আস্ত একটি ওয়ারলেস চার্জারের কাজ করবে৷
সৌরবিদ্যুৎ চালিত ট্রেন কিংবা সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম নিশ্চয়ই শুনেছেন৷ কিন্তু সৌর বিদ্যুৎ চালিত রাস্তা৷ এই বিষয়টি নিশ্চয়ই আপনাদের কাছে একেবারেই অপরিচিত৷ প্রতিবেশী দেশ চিনেই তৈরি হয়েছে এমন একটি রাস্তা৷ এই সোলার রাস্তার উপর দিয়ে যদি আপনি গাড়ি চালান, তাহলে শুধু গাড়িই নয়৷ যেকোনও ইলেক্ট্রিক যানই এই সোলার রাস্তায় চার্জ দেওয়া সম্ভব৷ এমনকি ড্রোনের সেন্সরও চার্জ দেওয়া যাবে এই সোলার রাস্তায়৷
চিনের শানদং এলাকায় এই সোলার পাওয়ার হাইওয়ে তৈরি হয়েছে৷ বিশ্বে এই প্রথম এই ধরণের রাস্তা তৈরি হয়েছে৷ চিনের নিজস্ব প্রযুক্তিতেই তৈরি হয়েছে এই বিশেষ হাইওয়েটি৷ আজই এই হাইওয়েটির উদ্বোধন অনুষ্ঠান ছিল৷ পরীক্ষামূলকভাবে এই রাস্তার উপর দিয়ে চালানো হয় গাড়ি৷ আর সেই পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে চিন৷
তবে, গাড়ি যাতায়াতের জন্য যাতে রাস্তার কোনও ক্ষতি না হয় সেই কারণে সোলার প্যানেলের উপরে রয়েছে কংক্রিটের তৈরি একটি পাতলা শিট৷ সূর্যের আলোয় ওই সোলার প্ল্যান্টে ইলেকট্রিক তৈরি হবে৷ ওই সোলার পাত থেকে স্বয়ংক্রিয় ভাবে গাড়িতে সেই বিদ্যুৎ চলে যাবে৷
এই সোলার প্লেটটিতে রয়েছে তিনটি লেয়ার৷ একেবারে নীচের লেয়ারটিতে রয়েছে একটি বিশেষ পাত৷ যা জলীয় বাষ্পের হাত থেকে ওই সোলার প্লেটটিকে রক্ষা করবে সোলার প্ল্যান্টটিকে৷ আর একদম উপরের লেয়ারটি ক্ষতির থেকে রক্ষা করবে৷ মাঝের লেয়ারটিতেই সূর্যরশ্মি থেকে বিদ্যুৎ তৈরি হবে৷