বিশ্ব চ্যাম্পিয়নশিপে সিন্ধু গর্জন। 

প্রকাশ পাড়ুকোন, পুল্লেলা গোপীচাঁদ, সাইনা নেহাল ভারতের কিংবদন্তি ব্যাডমিন্টন তারকাদের কেউ পারেননি এই অনন্য সম্মান জিততে। সেটাই করে দেখালেন সিন্ধু। 

শনিবার সেমিফাইনালে চিনের চেন উফেই-কে উড়িয়ে দিয়েই লক্ষ্য ছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার পদক। আসলে তিনি জানেন ফাইনালে ওঠা আর সোনার পদক জেতার মধ্যে কত তফাৎ। কিন্তু তৃপ্তি তখনই আসে যখন চ্যাম্পিয়ন হলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। জয়ের পর অর্জুন পুরস্কার পাওয়া বাবাও গর্বিত মেয়েকে নিয়ে। 

২০১৮ কমনওয়েলথ গেমসে গোল্ড কোস্টে মিক্সড ডবলসে সোনা জিতলেও সিঙ্গলস ফাইনালে জয় থেকে গিয়েছে অধরাই। ২০১৬ সালে ব্রাজিলে অলিম্পিকের ফাইনালে স্পেনের ক্যারোলিন মারিনের কাছে হার।  বিশ্ব চ্যাম্পিয়নশিপেও শেষ দু’বছর হারতে হয়েছে ফাইনালে। তার মধ্যে ২০১৭ সালে আজকের জাপানি প্রতিদ্বন্দ্বী ওকুহারাই ছিলেন নেটের ওপারে। ১৯-২১, ২২-২০ ও ২০-২২ –এর লম্বা লড়াই-এর শেষে হার মানতে হয় সিন্ধুকে। পরের বছর আবার ওঠেন ফাইনালে। এবারে মুখোমুখি হন সেই মারিনের। অলিম্পিক্সের দুঃস্বপ্ন যেন তাড়া করছিল সিন্ধুকে। ২১-১৯, ২১-১০ সেটে হার মানেন তিনি। তাঁকে যেন উড়িয়েই দিলেন অপ্রতিরোধ্য স্প্যানিশ শাটলার। তবে এ বারে শুরু থেকেই যেন পাখির চোখ করে নিয়েছিলেন সোনার পদকটাকে। 

প্রসেনজিৎ মাহাতো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.