বেছে বেছে হিন্দু মহিলাদের উপর হামলার ঘটনা ঘটল আমেরিকায়। ছিনতাই করে নেওয়া হয় সর্বস্ব। হামলা এবং ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ল্যাথান জনসন নামে এক ব্যক্তিকে। ধৃতের বিরুদ্ধে ‘বর্ণ বিদ্বেষে’ র মামলা রুজু করা হয়েছে।
জানা গিয়েছে, গত দুই মাসে ভারতীয় বংশোদ্ভূত ১৪ জন হিন্দু মহিলার উপর হামলা চালায় ধৃত। অনেক ক্ষেত্রেই সোনার গয়না ছিনতাই করতে গিয়ে মহিলার হাত ভেঙে দেওয়ারও অভিযোগ রয়েছে সেই ব্যক্তির বিরুদ্ধে। অনেক ক্ষেত্রে ভারতীয় বংশোদ্ভূত মহিলার স্বামীকে মারার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে।
সান্তা ক্লারা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি জানান, ৩৭ বছর বয়সি ইস্ট পালো অল্টোর বাসিন্দা ল্যাথান জনসন অন্তত ১৪ জন হিন্দু মহিলার উপর হামলা চালিয়েছে। ভারতীয় পোশাক পরিহিত মহিলাদের থেকে গয়না ছিনতাই করেছে সে।
এই ঘটনা প্রসঙ্গে হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের সমীর কালরা বলেন, ‘আমাদের সম্প্রদায় সুরক্ষিত বোধ করছে না এবং আমরা এই ঘটনায় ভীত।’ পাশাপাশি হিন্দু বিদ্বেষের ঘটনা বাড়ছে এবং অনলাইনেও হিন্দু বিদ্বেষ ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।