পাকিস্তানের মাটি থেকে জঙ্গিদের সরাতে আরও জোরদার উদ্যগ নিতে হবে। পাকিস্তানকে কার্যত হুঁশিয়ারি দিল আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের তরফে মাইক পম্পিও সাফ বললেন, ‘১৪ ফেব্রুয়ারি ভারতে কী হয়েছে দেখেছি।
পুলওয়ামায় ১৪ ফেব্রিয়াঋইর আত্মঘাতী হামলায় পাক জঙ্গি যোগ স্পষ্ট। হামলার দায় স্বীকার করে নিয়েছে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ। এরপরও জইশের যোগ থাকার কথা স্বীকার করেনি পাকিস্তান। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মাইক পম্পিও বলেছেন, ‘আমরা দেখেছিল ভারতে কি হয়েছিল। পাকিস্তানের উচিৎ সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। জঙ্গিদের আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে।’
তিনি আরও জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছেন, তা আগে আর কেউ নেয়নি। তবে তিনি বলেন, আমরা চাই পাকিস্তান আরও বেশি উদ্যোগ নিক।’
এর আগে, মার্কিন বিদেশমন্ত্রকের উপমুখপাত্র রবার্ট পালাডিনো বলেন, পাকিস্তানের কাছে এই অনুরোধ করা হবে যাতে সে বারবার এবং স্থায়ীভাবে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে এবং ভবিষ্যতে যে কোনও হামলা হওয়াকে রুখে দেওয়া যেতে পারে৷
পালানডিনো এক সংবাদ সংস্থাকে জানান, সন্ত্রাস প্রতিরোধে পাকিস্তানের ভূমিকার উপর নজর রাখছে আমেরিকা৷ সেই সঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি এও বলেন, সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের আনা অভিযোগ নিয়ে সব তথ্য তাঁদের কাছে পৌঁছেছে। প্রতিটি অভিযোগ, রিপোর্ট গুরুত্ব দিয়ে দেখছে আমেরিকা৷