চলতি বছরের সেপ্টেম্বর মাসে সাফ চ্যাম্পিয়নশিপ (SAAF Championship) টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশের রাজধানী ঢাকায়। এই টুর্নামেন্ট বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু করোনা ভাইরাসের (Coronavirus) কারণে এমুহূর্তে সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে না। এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) কতৃপক্ষ। সোমবার গতকাল দুপুরে সাত দেশের সঙ্গে ভার্চুয়াল মিটিং হয়েছিল। সেখানেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়েছে বলে সাফের সেক্রেটারি আনোয়ারুল হক হেলাল জানান।
আগামী বছর সাফ চ্যাম্পিয়নশিপ কবে হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও বছরের শুরুর দিকেও হতে পারে। ফেব্রুয়ারি বা মার্চে হওয়ার সম্ভাবনা আছে। সিনিয়র খেলোয়াড়দের সাফ টুর্নামেন্ট ছাড়াও বয়সভিত্তিক যেসব খেলা ছিল সেগুলোর ব্যাপারে গতকালকের ভার্চুয়াল সভায় কোন সিদ্ধান্ত হয়নি। তবে জানা যায় যে বয়স ভিত্তিক,উইমেন সাফের টুর্নামেন্টের বিষয়ে চলতি বছরে সেপ্টেম্বরে আরেকটি সভার আয়োজন হবে, তখন সিদ্ধান্ত হবে বলে জানা যায় ।