চিনকে(china) প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের সময় পিছিয়ে দিল রাশিয়া (Russia)। মস্কো ঘোষণা করেছে এস-৪০০ এয়ার মিসাইল এখনই চিনকে দেওয়া হবে। পরবর্তীকালে কখন সরবরাহ করা হবে তা নিয়ে নির্দিষ্ট কিছু জানায়নি ভ্লাদিমির পুতিনের প্রশাসন।
আমেরিকায় চরবৃত্তির কাজ করছে চিন। এই অভিযোগ তুলে ড্রাগনের দেশকে হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই একই অভিযোগ নিয়ে এল রাশিয়া। চিন রাশিয়াতেও চরবৃত্তির কাজ করছে বলে অভিযোগ তুলল পুতিনের দেশ। তাই এ বিষয়ে সঠিক তদন্ত হবে তারপরই বেজিংকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করা হবে জানিয়েছে মস্কো। অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য চিনকে অস্ত্র সরবরাহ বন্ধ রাখবে রাশিয়া।
রাশিয়ার এই সিদ্ধান্তের ফলে নতুন করে সমস্যায় পড়েছেন শি জিনপিংয়ের দেশ। এর আগে করোনা ভাইরাস নিয়ে একাধিক দেশের কোপের মুখে পড়েছে বেজিং। তাছাড়া হংকং জাতীয় নিরাপত্তা আইন লাগু করা ও তাইওয়ানের সঙ্গে দক্ষিণ চিন সাগর নিয়ে প্রবল সমস্যায় রয়েছে চিন। আমেরিকার সঙ্গে গত ৬ মাস ধরে চলছে বাণিজ্য যুদ্ধ এবং ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা। সব মিলিয়ে ঘরে বাইরে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে চিনের কমিউনিস্ট সরকার।