পাকিস্তান বর্তমানে জর্জরিত বিপর্যয় ও ঋণের বোঝায়। এই অবস্থায় দেশের মানুষেরা সেই দেশের সরকারের প্রতি প্রায়শই ক্ষোভ প্রদর্শন করছেন। পাক অধিকৃত গিলগিট-বালুচিস্তান এই ইস্যুতে পুরো উত্তাল। এইসবের মাঝেই বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন পাকিস্তানি সমাজকর্মী আমজাদ আয়ুব মির্জা।
আয়ুব মির্জার বক্তব্য, “খাবারের সন্ধানে রাস্তায় বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষ। পাক অধিকৃত কাশ্মীরে একদিনেই অনেকটা বেড়েছে খাদ্যসামগ্রীর দাম। এক ধাক্কায় আটার দাম ১২০০ টাকা বেড়ে গিয়েছে। এমনকি সরকারের তরফে রেশনের ব্যবস্থাও বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষ বিরক্তির চরম সীমায় পৌঁছেছে”।
তাঁর আরও সংযোজন, “পাক অধিকৃত গিলগিট-বালুচিস্তানের প্রত্যেকটি শহরেই প্রতিবাদে সরব হয়েছে সাধারণ মানুষ। পড়ুয়া থেকে শুরু করে মহিলারাও পথে নেমে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছেন”। আবার একইসঙ্গে তিনি তুলে ধরেন পাক অধিকৃত কাশ্মীরের যুবসমাজের স্লোগান। তিনি বলেন উক্ত যুবকদের মুখে এখন একটাই কথা, “টুটে রিশ্তে জোড় দো”। এর অর্থ, পূর্বে ভারতের সঙ্গে থাকা অংশগুলো আবার কাশ্মীর ও লাদাখের সঙ্গে জুড়ে দেওয়া হোক।