পাকিস্তানের ক্রিকেটারদের নানা ব্যাধির কথা শোনা যায় | কেউ বা বেটিং ,কেউ বা শ্লেজিং,কেউ বা চাকার| এমন নানা বিতর্কে জড়িয়েছে একাধিক পাক স্টার ক্রিকেটারদের নাম | এবার বর্ণবৈষ্যমমূলক মন্তব্যের অভিযোগে আবারও অভিযুক্ত হল পাকিস্তানের সদ্য প্রাক্ত ক্রিকেট অধিনায়ক সরফরাজ আহমেদ |
কয়েকদিন আগে অবশ্য একই কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজে চারটি ম্যাচে সাসপেন্ড হতে হয়েছিল | তারপর শ্রীলঙ্কা সফরে হেরে গিয়ে খোয়াতে হয়েছিল তার অধিনায়কত্ব | সতীর্থ ক্রিকেটার শেহজার আহমেদে তোলা ও পোস্ট করা একটি ৮সেকেন্ডের ভিডিওতে দেখা যায় সরফরাজ বলছেন ,we are looking gora ,bro. যেই মন্তব্যকে বর্ণবৈষম্যমূলক আখ্যা দিয়ে সাংঘাতিক রকমের ট্রোলড হন সরফরাজ |
এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে সেই দলের খেলোয়াড়ের চামড়ার রং নিয়ে কুরুচিকর মন্তব্যের জন্য তাকে চারটি ম্যাচে সাসপেন্ড করে পিসিসি| দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের দ্বিতীয় একদিনে ম্যাচ চলাকালীন খেলোয়াড় আনদিলে পহেলুকাওয়াকে লক্ষ্য করে সরফরাজ বলেন, আবে কালে আম্মি নে আজ কাহা বয়ঠে হ্যায় |
ক্যায়া পড়হাকে ভেজে হ্যায়? এহেন গায়ের রং নিয়ে কথা বলার পর পিসিসি সরফরাজকে সাসপেন্ডই নয়, নিজে সরফরাজ এই কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এই খেলোয়াড়ের কাছে ক্ষমা চেয়ে নেন| ক্ষমা চেয়ে নেন সমগ্র দক্ষিণ আফ্রিকা দলের কাছেও | কিন্তু তাতেও যে সরফরাজ শুধরে যাননি তা আরেকবার প্রমাণ করল ‘গোরা’ উক্তিটি |কথায় আছে ‘স্বভাব যায় না মলে,’ সেটিই বারবার প্রমাণিত হচ্ছে সদ্য প্রাক্তন পাক ক্রিকেটার সরফরাজের ক্ষেত্রে |