রবিবার জম্মু ও কাশ্মীরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। উপত্যাকার পুঞ্চে বালাকোট সেক্টরে অবিরাম ধারায় গোলাবর্ষণ করতে থাকে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা লাগোয়া ভারতীয় সেনা ছাউনি এবং বসতিপূর্ণ গ্রামগুলিকে লক্ষ্য করে এই গোলাবর্ষণ করা হয়। মর্টার শেলিং এর পাশাপাশি ছোট ও মাঝারি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে চলে গোলাবর্ষণ। পাল্টা যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। শুরু হয় দুই তরফের তুমুল গুলির লড়াই। পাক গোলার আঘাত থেকে গ্রামবাসীদের রক্ষা করার জন্য নিরাপদ ব্যাংকারে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে রবিবার দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ এই সংঘর্ষবিরতি লঙ্ঘন হয়। পাল্টা যোগ্য জবাব দেয় ভারত। অন্যদিকে জানা গিয়েছে যে শনিবার গভীর রাতে কাঠুয়ায় আন্তর্জাতিক সীমানার কাছে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছিল পাকিস্তান।
2020-12-06