বসে গেল বাংলাদেশের জাতীয় গ্রিড। এই গ্রিড বিকলের জেরে মহানবমীতে পুরো দেশকে বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন হতে দেখা গেল। এই অবস্থায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ বিভাগকে নির্দেশ দিয়েছেন দুটি তদন্ত কমিটি গঠন করার জন্য।
ঘটনাটি ঘটে চলতি সপ্তাহে মঙ্গলবার দুপুর দু’ টো নাগাদ। ওইদিন, একসঙ্গে বাংলাদেশের একাধিক জায়গায় বিদ্যুৎ বিপর্যয় দেখা যায়। বিদ্যুৎ বিপর্যয়ের শিকার হয়েছে যে সমস্ত এলাকাগুলি, সেগুলি যথাক্রমে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, রাঙামাটি, রাজবাড়ি, ময়মনসিংহ ও টাঙ্গাইল সহ একাধিক এলাকা।
এই প্রসঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির চট্টগ্রাম শাখার প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন জানান, “আমাদের ইস্টার্ন গ্রিডে বিভ্রাটের ফলে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে”। অপরদিকে, প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “বিদ্যুৎ বিভাগের একটি এবং তৃতীয় পক্ষের একটি কমিটি বিদ্যুৎ বিভ্রাটের কারণ খুঁজে বের করবে”।