ফের আকাশপথ ব্যবহারের অনুমতি প্রত্যাহার করেছে পাকিস্তান। তাই দু’দিনের সৌদি সফর আরও দীর্ঘ হতে চলেছে নরেন্দ্র মোদীর। পরিস্থিতিতে এই জটিলতার মাঝেই সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর বিশেষ বিমানের যাত্রাপথ হবে দিল্লি থেকে মুম্বই হয়ে আরব সাগরের ওপর দিয়ে রিয়াধ। আরব সাগরে বর্তমানে কিয়ার শক্তিশালী হয়ে সুপার সাইক্লোনে পরিনত হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বারো বছরে এটাই আরব সাগরে প্রথম ঘূর্ণিঝড়। পাকিস্তানের ওপর দিয়ে প্রধানমন্ত্রীর বিমান যাওয়ার অনুমতি পেলে তা কিয়ারকে সরাসরি এড়িয়ে যেতে পারত।