শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । শনিবার শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটবায়া রাজাপাক্ষের ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী । এই মতবিনিময়কালে, উভয় নেতা সময়োপযোগী উন্নয়ন ইস্যুতে দ্বিপক্ষীয় এবং বহুপাক্ষিক ফোরামে দু’দেশের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করেন।
এদিনের ফোনালপে চলমান করোনা জনিত চ্যালেঞ্জগুলির উল্লেখ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ বজায় রাখতেও সম্মত হয়েছেন তাঁরা।
এদিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ভারতের প্রতিবেশী ফার্স্ট পলিসিতে শ্রীলঙ্কার গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেছেন।