পাকিস্তানে সংখ্যালঘু হিন্দুদের মর্যাদা ও সুরক্ষার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ। বৃহস্পতিবার দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদের বিদেশ বিভাগের নেতা প্রশান্ত হরতালকর এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন।
তিনি বলেন, গত কয়েক দশকে পাকিস্তানে সংখ্যালঘুর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমছে। বর্তমানে পাকিস্তানে সংখ্যা ১৬% থেকে কমে ২% ঠেকেছে। যার মধ্যে অধিকাংশ রয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষ। এর মোকাবিলা করা না গেলে পাকিস্তানে সংখ্যা লঘুদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।
তিনি আরও বলেন, প্রায় ১০ লক্ষ হিন্দু পাকিস্তান থেকে ভারতে এসেছেন। তাই তিনি কেন্দ্রের কাছে দাবি করেন, আন্তর্জাতিক স্তরে চাপ বাড়িয়ে পাকিস্তানে সংখ্যা লঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
এই প্রসঙ্গে ভিএইচপি নেতাদের অভিযোগ, কংগ্রেস নেতারা হিন্দুদের আশ্রয় দেওয়ার বিরোধিতা করে। তাই অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে একটি বিল পাশ করার দাবি জানায় তাঁরা। এই দাবি নিয়ে ১৪ অগস্ট পর্যন্ত আন্দোলনও করবে। এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য সময়ও চেয়েছে তাঁরা।