পাকিস্তানকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পারমাণবিক অস্ত্রভাণ্ডারে তাদের কোনও নিয়ন্ত্রণ নেই বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। প্রসঙ্গত কয়েকদিন আগেই পাকিস্তানকে এফ ১৬ বিমান দিয়েছিল আমেরিকা। তার মাত্র কয়েকদিন পরেই মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে গোটা বিশ্ব।
শুক্রবারের একটি বেসরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইডেন। সেখানে তিনি বলেন, ‘আমার মনে হয়, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক দেশ হল পাকিস্তান। তাদের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে। কিন্তু সেগুলির উপর কোনও নিয়ন্ত্রণ নেই’। এরপরেই শুরু হয়েছে বিতর্ক। পাকিস্তানের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও জল্পনা শুরু হয়েছে। পাকিস্তানকে সামরিক সাহায্য করেও কেন সেই দেশকে বিপজ্জনক বলে অভিহিত করছেন বাইডেন, সেই নিয়েও প্রশ্ন উঠছে।
পাকিস্তানের সম্বন্ধে বাইডেন এ ধরনের মন্তব্য করলেও কিছুদিন আগেই পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল আমেরিকা। গত মাসের শুরুর দিকেই এফ১৬ যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণের জন্য পাকিস্তানকে ৪৫০ বিলিয়ন ডলারের সাহায্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার সেই সিদ্ধান্তে যে নয়া দিল্লি অসন্তুষ্ট তা স্পষ্ট করেছিল মোদী সরকার।
পাকিস্তান ছাড়া চিনের সঙ্গে নিজের সম্পর্ক তুলে ধরেন বাইডেন। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর উপর চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে যোগাযোগ তৈরির দায়িত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ‘বিশ্বের অন্য কোনও দেশের নেতার থেকে বেশি সময় আমি শি জিনপিংয়ের সঙ্গে কাটিয়েছি। গত ১০ বছরে ৭৮ ঘণ্টার মতো সময় তাঁর সঙ্গে কাটিয়েছি। যার মধ্যে ৬৮ ঘণ্টা আমরা মুখোমুখি কাটিয়েছি। কারণ বারাক বুঝতে পেরেছিলেন, তিনি কোনও ভাইস প্রেসিডেন্টকে সামলাতে পারবেন না। তাই তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন।’