সর্বোচ্চ সংক্রমণ দেখল আমেরিকা। বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ২ লক্ষ ১০ হাজার মানুষ। জন্স হপকিন্স ইউনিভার্সিটির রিপোর্ট অনুসারে এই তথ্য সামনে এসেছে। এত সংখ্যক সংক্রমণ করোনা মহামারিতে প্রথম আমেরিকায়।
শুধু সংক্রমণ নয়, মৃত্যু সংখ্যাও ব্যাপক হারে বাড়ছে আমেরিকায়। শেষ ২৪ ঘন্টায় মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে ২৯০৭ জনের।
পরিসংখ্যান বলছে এখন অবধি আমেরিকায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৪.২ মিলিয়ন মানুষ। এরমধ্যে এখন অবধি ২ লক্ষ ৭৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
মার্কিন মুলুকের টেক্সাস আর ক্যালিফোর্নিয়াতে আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ লক্ষ ছুঁইছুঁই। শুধুমাত্র এই দুই শহর ধরলে নতুন করে আক্রান্ত হচ্ছে ৩৫ হাজার মানুষ। ফ্লোরিডা শহরে মোট সংক্রমণ পৌঁছেছে ১০ লক্ষে। তুলনামূলক হারে রাজধানী নিউইয়র্কে আক্রান্ত হয়েছেন কম। সেখানে মোট আক্রান্ত ৬ লক্ষ ৬৯ হাজার মানুষ।
অবশ্য আক্রান্তের নিরিখে আমেরিকার পরেই রয়েছে ভারত। দেশে এখন অবধি মোট আক্রান্ত হয়েছেন ৯৫ লক্ষ ৭১ হাজার মানুষ। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছে ৯০ হাজারের বেশি মানুষ।