ইরানে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী তারানেহ আলিদুস্তি। হিজাব বিরোধী আন্দোলনে সামিল হন তিনি। তারপরই তাঁকে গ্রেফতার করে ইরানের পুলিশ।
দেশের অস্কারপ্রাপ্ত ছবি ‘দ্য সেলসম্যান’ -এ অভিনয় করেছিলেন ৩৮ বছর বয়সি এই অভিনেত্রী। ইরানের অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী একাধিক ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। দেশ-বিদেশের সিনেমাপ্রেমীদের মধ্যেও তাঁর অসংখ্য অনুরাগী রয়েছেন। সম্প্রতি আন্দোলনকারীদের সমর্থনে একটি পোস্ট করেছিলেন তিনি।
গত তিন মাস ধরে হিজাববিরোধী উত্তাল ইরান। আন্দোলনকে সমর্থন করায় গত ৮ ডিসেম্বর মহসিন শেকারিকে হত্যা করে সে দেশের শাসকরা। সেই একইদিনে সোশ্যাল মিডিয়ায় সরকারকে সমালোচনায় বিদ্ধ করেছিলেন তারানেহ।
একইসঙ্গে এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি ‘ঠুঁটো জগন্নাথ’ ভূমিকার বিরুদ্ধেও সরব হয়েছিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘আপনাদের নীরবতা নিপীড়ন ও নিপীড়কদের সমর্থনের সমার্থক। যে সমস্ত আন্তর্জাতিক সংগঠন এই রক্তগঙ্গা দেখেও চুপ করে থাকছে, তারা মানবতাকে অসম্মান করছেন’।
গত ৮ ডিসেম্বর ইরানে এই আন্দোলনে প্রথম একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেদিনই সোশ্যাল মিডিয়ায় হিজাব-বিরোধী আন্দোলনের সমর্থনে তারানেহ আলিদুস্তি স্বর তোলেন। মনে করা হচ্ছে এই পোস্টের জেরেই তাঁকে গ্রেফতার করেছে ইরান সরকার। ১৭ ডিসেম্বর, শনিবার তাঁকে বন্দি করেছে পুলিশ। এরপরই সোশ্যাল মিডিয়ায় ইরান সরকারের মুণ্ডুপাত শুরু করেছেন তারানেহ-র অনুরাগীরা। ইরানের আন্দোলনকারীরাও পিছিয়ে নেই। সবমিলিয়ে সেদেশের অগ্নিগর্ভ অবস্থা ক্রমশ আরও ভয়ঙ্কর হচ্ছে।