লস অ্যাঞ্জলেসে অনুষ্ঠিত হল এবারের ৯২তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডস। প্রথমবার অস্কার পেলেন বিশিষ্ট অভিনেতা ব্র্যাড পিট। ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ছবির জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার পেলেন তিনি। সেরা অভিনেতার সম্মান পেলেন হোয়াকিন ফিনিক্স। ‘জোকার’ ছবির জন্য সেরা অভিনেতা নির্বাচিত হন তিনি। সেরা অভিনেত্রী রেনে জেলওয়েগার। সহ-অভিনেত্রী পুস্কার পেলেন লরা ডার্ন। মোট চার বিভাগে পুরস্কৃত ‘প্যারাসাইট’। দু’টি বিভাগে পুরস্কৃত ‘জোকার’।
দেখে নেওয়া যাক ২০২০ অস্কারের তালিকা–
সেরা ছবি– প্যারাসাইট
সেরা পরিচালক– বং জুন হো (প্যারাসাইট)
সেরা অভিনেতা– হোয়াকিন ফিনিক্স (জোকার)
সেরা অভিনেত্রী– রেনে জেলওয়েগার (জুডি)
সেরা সহ-অভিনেতা– ব্র্যাড পিট (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড)
সেরা সহ-অভিনেত্রী– লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম– প্যারাসাইট
সেরা সিনেম্যাটোগ্রাফি– রজার ডেকিন্স (১৯১৭)
সেরা এডিটিং– মাইকেল ম্যাককাস্কার এবং অ্যান্ড্রু বাকল্যান্ড (ফোর্ড ভার্সেস ফেরারি)
সেরা অরিজিনাল সং– এলটন জন ও বার্নি তপিন (লাভ মি এগেইন)
সেরা মিউজিক (অরিজিনাল স্কোর)– হিদুর গুয়ানদত্তির (জোকার)
সেরা সাউন্ড মিক্সিং– মার্ক টেলার ও স্টুয়ার্ট উইলসন (১৯১৭)
সেরা সাউন্ড এডিটিং– ডোনাল্ড সিলভেস্টার (ফোর্ড ভার্সেস ফেরারি )
সেরা ডকুমেন্টারি ফিচার– আমেরিকান ফ্যাক্টরি
সেরা ডকুমেন্টারি শর্ট– লার্নিং টু স্কেটবোর্ড ইন আ ওয়ারজোন
সেরা প্রোডাকশন ডিজাইন– ওয়ানস আপন আ টাইম ইন হলিউড
সেরা কস্টিউম ডিজাইন– জ্যাকলিন ডুরান (লিটল উইমেন)
সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে– প্যারাসাইট
সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে– জোজো রাবিট
সেরা অ্যানিমেটেড ফিচার– টয় স্টোরি ফোর
সেরা অ্যানিমেটেড শর্ট– হেয়ার লাভ
সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম– দ্য নেইবারস উইনডো
সেরা কস্টিউম ডিজাইন– লিটল উইমেন
সেরা সাউন্ড এডিটিং– ফোর্ড ভার্সেস ফেরারি
সেরা মেকআপ- হেয়ারস্টাইলিং– বম্বশেল