একদিকে তালিবানের আকস্মিক উত্থান, একই সাথে ভারতের দুই প্রতিবেশী রাষ্ট্রে শুরু হয়েছে মূর্তি ভাঙার ঘোড়দৌড়: গত দুই বছরে এই নিয়ে ৩ বার মহারাজা রঞ্জিত সিং-এর মূর্তি ভাঙা হলো পাকিস্তানে; পিছিয়ে নেই বাংলাদেশ ও, ৪ মাসে আক্রান্ত হলো ৪০ এর উপর মন্দির

তালিবানের উত্থানে উপমহাদেশজুড়ে জোর পেলো ধর্মীয় অসহিষ্ণুতা। চিরাচরিত ওয়াহাবি ভাবধারার সাথে সামঞ্জ্যস্য রেখে পাকিস্তান ও বাংলাদেশ জুড়ে চলছে মূর্তি ভাঙার প্রতিযোগিতা। বাংলাদেশে ও কয়েকমাস আগে প্রকাশ্যে ভাঙা হলো বহু মূর্তি। শুধু তাই নয় পালা করে চলছে নিত্যদিন মূর্তি ভাঙার উৎসব।

গতকাল মহারাজা রঞ্জিত সিং-এর মূর্তি আবারো ভাঙা হলো পাকিস্তানে (Pakistan) , এই নিয়ে তিন বার গত দুই বছরে। সম্প্রতি দক্ষিণ ভারতের অসংখ্য মন্দিরে ও রীতিমতো পালা করে ভাঙা হচ্ছে মূর্তি। এই সব ঘটনার যুগসূত্র একটাই ধর্মীয় মৌলবাদ।

দুই বছর আগে ১৯ এর ২৭ জুন মাসে লাহোর কেল্লার শিখ গ্যালারিতে (Sikh Gallery of Lahore Fort) উন্মোচন করা হয় মহারাজা রঞ্জিত সিং-এর মূর্তিটি। টার্গেট করা হয়েছিল মহারাজা রঞ্জিত সিং-এর ১৮০ তম মৃত্যু বার্ষিকী (180th Death Anniversary)।
মূর্তিটি নয় ফুট লম্বা (9 feet) ও ফাইবার কোল্ড ব্রোঞ্জ (Fibre cold bronze) দিয়ে তৈরী।


উদ্বোধনের এক মাসের মধ্যেই ভাঙা হয় সেটি। এর পর আবার আগের বছর ডিসেম্বর মাসে আরেকবার ভাঙা হয় মূর্তিটি, এর পর আবার গতকাল। সব মিলিয়ে তৃতীয় বারের জন্য ভাঙা হলো মহারাজা রঞ্জিত সিংহের মূর্তিটি।

এই ঘটনায় জড়িয়ে থাকবার অভিযোগে পাকিস্তানের তেহরিকে লাব্বাইক পার্টির (Tehrike Labbaik Party) কিছু সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ।
এই বিষয় নিয়ে ক্ষোভ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও ভাইরাল হতেই উঠে এলো ভারতে কৃষক আন্দোলনে উস্কানি দেয়া নামাজিদের বিরিয়ানি খাওয়াবার প্রসঙ্গ। পাকিস্তানী সাংবাদিক নায়লা ইনায়তের পোস্ট করা টুইটারে একজন প্রশ্ন করলো দেশদ্রোহীদের বিরিয়ানি খাওয়ানো লোকেরা এখন কোথায়? এই প্রসঙ্গে আই এস আইয়ের তাকে ভারত-বিরোধী খালিস্তানিদের তুলোধুনো করছে লোকেরা সামাজিক মাধ্যমে।
উলেখ্য আফগানিস্তানে তালিবানের উত্থানের উপর পলায়নরত শিখদের দুর্দশা দেখে খালিস্তানপন্থী শিখরা এবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রাউডেওকে কাতর অনুরোধ জানায় শরণার্থী শিখদের আশ্রয় দেয়ার জন্য।

In Brief: Enthused by Taliban’s storming to power in Afghanistan, jihadists are seemingly gaining strength in Pakistan. Maharaja Ranjit Singh’s statue was vandalised in Lahore’s Sikh Gallery. Pakistan witnessed similar incident thrice in two years. The nine-feet tall statue made up of fiber cold bronze was inaugurated on 27 June , 2019. The culture of vandalisation of idols is prevalent also in Bangladesh, where Pakistan’s spy agency ISI has made deep inroads, a fact that keeps security establishment in New Delhi in tenterhooks. To sum up, jihadists in India’s eastern neighbour are replicating the ‘Pakistan model’ , stereotyped in Wahabi school of fanatic Islam. The incidents of temple desecration and attack are on the rise in Bangladesh. From March to June, more than 40 temples were attacked by supporters of Hefazate Islam, an ISI and Arab-funded top radical organisation which has allegedly linked to Jamat-ul-Mujahideen, a terror group in Bangladesh, which keeps fomenting trouble in India’s West Bengal state.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.