নিজেদের স্বভাব বদলাতে পারল না পাকিস্তান। বিশ্ব যখন করোনা মহামারীর সঙ্গে তীব্র যুদ্ধ করছে সেই সময়ও ইমরানের দেশ নিজের কার্যকলাপের বাইরে বেরোতে পারল না। জম্মু ও কাশ্মীর সীমান্তের ওপার থেকে প্রতিদিন গুলি চালানোর পাশাপাশি ভারতে জঙ্গি অনুপ্রবেশের সমানতালে চেষ্টা চালাচ্ছে পাকিস্তান।
ভারতের পর এবার ইমরান সরকারের বিরুদ্ধে গলা তুলল আফগানিস্তান। সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী আসাদুল্লাহ খালিদ অভিযোগ করে বলেছেন পাকিস্তানের আশ্রয়ে লুকিয়ে থেকে তালিবানি জঙ্গিরা আফগানিস্তানেও নাশকতা চালাচ্ছে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য আগামী কিছুদিনের মধ্যেই ইমরান খানের আফগানিস্তান সফরের কথা রয়েছে। আর তার ঠিক আগে আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর এহেন মন্তব্য ইসলামাবাদকে প্রবল অস্বস্তিতে ফেলেছে।
উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তান-এর সংসদে দাঁড়িয়ে আফগানিস্তান ও বিশ্বজোড়া সন্ত্রাসবাদের প্রসঙ্গে মুখ খুলে পাকিস্তানের তুমুল সমালোচনা করেন প্রতিরক্ষা মন্ত্রী আসাদুল্লাহ খালিদ। সংসদে নিজের বক্তব্যে তিনি বলেন, ‘আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন পাকিস্তানের কোয়েট্টা ও মিরানশাহ অঞ্চলে লুকিয়ে রয়েছে তালিবান জঙ্গিরা। আর সেখান থেকে সংগঠনের সদস্যদের পাঠিয়ে আফগানিস্তানে নাশকতা চালাচ্ছে। পাকিস্তানের ওই অঞ্চলগুলিতে থাকা প্রশিক্ষণ শিবিরগুলিতে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি আফগানিস্তানে হামলা চালাতে এসে কেউ জখম হলে তাকে পাকিস্তানে নিয়ে গিয়ে চিকিৎসা করা হচ্ছে। পাকিস্তানের সরকার সবকিছু জানলেও কোনও ব্যবস্থা নিচ্ছে না। কাতারের দোহায় শান্তি আলোচনা চালানোর আড়ালে আফগানিস্তানে সমানে হামলা চালাচ্ছে।’