আজ ২৩ শে মে ভারতে নতুন ইতিহাস তৈরি হয়েছে। ভারতে লোকসভা নির্বাচনের ফলাফল আজ বেরিয়ে এসেছে। যাতে রাষ্ট্রবাদী শক্তির জয় হয়েছে। নরেন্দ্র মোদীর জয়ের ফলে ভারতের আসল বন্ধুরাও খুশি ব্যাক্ত করেছে। এমন বন্ধুদের তালিকায় ইজরায়েল সামিল হয়েছে। আজ নরেন্দ্র মোদী লোকসভার নির্বাচনে জয়লাভ করেছেন এবং ২০১৪ সালের থেকে বেশি ভোট নিয়ে জয়লাভ করেছেন।
এতে শুধু দেশের মানুষ নয়, ভারতের বাইরের বন্ধুরাও মোদীর জয়ে খুশি। বেঞ্জামিন নেতিনয়াহু মোদীর জয়ের খুশি ব্যাক্ত করে হিব্রু ও হিন্দি ভাষায় অভিনন্দন জানিয়েছেন। বেঞ্জামিন নেতিনয়াহু টুইট করে বলেন, নরেন্দ্র মোদী কামাল করে দিয়েছেন। আমার বন্ধু নরেন্দ্র মোদী বিশ্বকে নেতৃত্ব করবেন। ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদীর ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানান ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতিনয়াহু।
বেঞ্জামিন নেতিনয়াহু ভারতীয় ভাষা হিন্দিতে টুইট করে ভারতের মানুষের মন জয় করে নিয়েছেন। কিছুদিন আগেই ইজরায়েলে নির্বাচন সম্পন্ন হয়েছিল তখন বেঞ্জামিন নেতিনয়াহু জয়লাভ করেছিলেন। আর এখম নরেন্দ্র মোদী বিপুল ভোটে জয়লাভ করেছেন। আগত ৫ বছর এই দুই নেতা নিজ নিজ দেশে শাসন কার্য চালাবে। আর এই পরিস্থিতি দেখে এটা বলা যায় যে, দুই দেশ মিলে বিশ্বে নতুন ইতিহাস তৈরী করতে সক্ষম হবে।