মসজিদ নির্মাণের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হল দক্ষিণ কোরিয়ার ডায়েগু শহরে। অর্ধনির্মিত মসজিদে শুয়োরের কাটা মাথা রেখে গেলেন স্থানীয় কোরিয়ানরা। সঙ্গে দেওয়া হল, ‘ইসলাম আসলে শয়তান’ লেখা পোস্টার, ব্যানার।
ডায়েগু শহরে বিশাল সংখক শরণার্থী মুসলমান বসবাস করেন। তাঁরা মূলত পাকিস্তান ও বাংলাদেশের নাগরিক। অনেকে ছাত্র ও কর্মী হিসেবে সে দেশে যান। পরে নাগরিকত্ব লাভ করেন। মূলত তাদের উদ্যোগেই মসজিদ নির্মাণের কাজ শুরু হয়।
ঘটনার সূত্রপাত ২০১৪ সালে। একদল মুসলিম ছাত্র ডায়েগু শহরের ডাইহুয়াঙ-ডং অঞ্চলের একটি বাড়ি ভাড়া নিয়ে নিয়মিত নামাজ পড়তে শুরু করেন। পরবর্তী সময়ে কয়েকজন মুসলিম শরণার্থী মিলে একটি জমি কেনেন। প্রশাসনের কাছে মসজিদ নির্মাণের অনুমতি চেয়ে আবেদনও করেন তাঁরা।
একথা জানার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় কোরিয়ানরা। তাঁরা শহরের বিভিন্ন প্রান্তে মসজিদ নির্মাণের বিরুদ্ধে পোস্টার ও ব্যানার লাগিয়ে দেন। অনেকে এলাকার শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। অনেকে আবার শরণার্থীদের এমন কান্ডকে দুঃসাহস হিসেবে দেখছেন। তাদের অভিযোগ, কোরিয়ান সংস্কৃতি ধ্বংসের চক্রান্ত চলছে, আর সেই চক্রান্তের পিছনে শরণার্থী মুসলিমদের হাত রয়েছে।