নমাজ ও আজানের সময় প্যান্ডেলে মাইকের সাউন্ড কম রাখতে হবে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বড়ো উৎসব দুর্গা পূজা নিয়ে নির্দেশিকা জারি করলো বাংলাদেশ সরকার। পাশাপাশি পূজা মণ্ডপে সিসিটিভি লাগানো থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে।
দুর্গা পূজা নিয়ে সরকারের জারি করা নির্দেশিকা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছরে দুর্গা পূজার সংখ্যা বেড়েছে। আর যাতে পূজার সংখ্যা না বাড়ে, তার জন্য অনুরোধ জানান মন্ত্রী আসাদুজ্জামান খান।
নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি লাগাতে হবে। পাশাপাশি, মণ্ডপের নিরাপত্তায় পুলিশ বাহিনী মোতায়েন করা হবে। এছাড়াও, প্রতিটি পূজা মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক নিযুক্ত থাকবে। এই স্বেচ্ছাসেবকরা পূজা মণ্ডপের বিভিন্ন দিকে খেয়াল রাখবেন।
সাম্প্রদায়িক শান্তি বজায় রাখতে পূজা মণ্ডপের মাইকের সাউন্ড কম রাখার অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‛মসজিদের কাছে থাকা পূজা মণ্ডপগুলি যেন নামাজ ও আজানের সময় মাইকের সাউন্ড সীমিত রাখে, তার অনুরোধ করা হচ্ছে’।